Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

০১।          বৈধ উপায়ে নিজেদের আর্থ সামাজিক উন্নয়নের জন্য নুন্যতম ২০ (বিশ) জন একক ব্যক্তি সমন্বয়ে গঠিত সমবায় সমিতি নিবন্ধনের জন্য দাখিলকৃত সাংগঠনিক কাগজ পত্র যাচাই বাছাই শেষে নিবন্ধন এবং ক্ষত্র ভেদে নিবন্ধনের জন্য জেলা সমবায় কার্যালয়ে প্রেরণ।

 

০২।          সমবায় সমিতি পরিচালনায় সুনিদিষ্ট বিধানাবলী সম্বলীত উ-আইন যাচাই এবং উপ আইন সংশোধনী যাচাই বাছাই করে নিবন্ধনের জন্য জেলা সমবায় কার্যালয়ে প্রেরণ।

 

০৩।         সরকারী কর্মসূচীর আওতায় বিত্তহীন, ভূমিহীন এবং আশ্রয়হীনদের দারিদ্র বিমোচনের লক্ষ গঠিত প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য ৫০/- টাকা এবং  অন্যান্য প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য ৩০০/= টাকা নিবন্ধন ফি কোর্ড নং- ১-৩৮৩৩১-১৮৩৬ হিসাবে ট্রেজারী চালান মূলে জমা দিতে হবে।

 

০৪।          দারিদ্র বিমোচনের জন্য সংগঠিত সমবায় সমিতির জন্য ২০,০০০/= টাকা এবং কর্মসূচীর আওতায় গঠিত প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য কম পক্ষ ৩,০০০/= (তিন হাজার) টাকা, ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি নিবন্ধনের জন্য কমপক্ষ ১ (এক কোটি) টাকা, এবং অন্যান্য প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য ২০,০০০/= (বিশ হাজার) টাকা পরিশোধিত শেয়ার মূলধন থাকতে হবে।

 

০৫।          সমিতির ব্যবস্থাপনা গণতান্ত্রিকভাবে নির্বাচিত কমিটি কর্তৃক পরিচালিত হয়। কোন সমবায় সমিতি নির্বাচন করতে ব্যর্থ হলে / উপজেলা /  জেলা সমবায় অফিসার, আইনের আওতায় অমত্মবর্তী ব্যবস্থাপনা কমিটি নিয়োগ করেন।

 

০৬।         উপজেলা / জেলা সমবায় অফিসার কর্তৃক ক্ষমতা প্রাপ্ত কর্মচারী বা ব্যক্তি দ্বারা প্রাথমিক সমবায় সমিতির ব্যবস্থাপনা, আর্থিক কার্যক্রমের উপর বার্ষিক নিরীক্ষা সম্পাদন করা হয়।

 

০৭।          সমিতিতে সংগটিত যে কোন অনিয়ম উপজেলা/জেলা সমবায় অফিসার নিজে অথবা দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা দ্বারা পরিদর্শন কিংবা তদমেত্মর মাধ্যমে নিস্পত্তি করেন।